বাংলার বধূর প্রথম “শারদীয়া সংকলন” , বাংলার বধূ কম্যুনিটির মুকুটে আরেকটি সোনালী পালক। বাঙালীর এই প্রিয় উৎসবের সূচনায় দেবী দুর্গা যেমন উমা রূপে, সাধারন কন্যারূপে প্রতিটি ঘর আলো করেন; ঠিক তেমনই এই উৎসবের দিনে দেশ- কাল- ভেদাভেদ ভুলে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা সাধারন বাঙালী মেয়েরা তাদের ভালোবাসার আলো দিয়ে উজ্জ্বল করেছেন এই ই-পত্রিকা।
বাংলার বধূ— বুদ্ধি, শক্তি, মনন, মেধা, মমতার সমন্বয়।
2 comments:
shundor obhibyakti
Gaan bandhabi,eto sundar onubhuti tumi i phota te paro
Post a Comment