বাংলার বধূর প্রথম “শারদীয়া সংকলন” , বাংলার বধূ কম্যুনিটির মুকুটে আরেকটি সোনালী পালক। বাঙালীর এই প্রিয় উৎসবের সূচনায় দেবী দুর্গা যেমন উমা রূপে, সাধারন কন্যারূপে প্রতিটি ঘর আলো করেন; ঠিক তেমনই এই উৎসবের দিনে দেশ- কাল- ভেদাভেদ ভুলে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা সাধারন বাঙালী মেয়েরা তাদের ভালোবাসার আলো দিয়ে উজ্জ্বল করেছেন এই ই-পত্রিকা।
বাংলার বধূ— বুদ্ধি, শক্তি, মনন, মেধা, মমতার সমন্বয়।
6 comments:
Sumanar Kobita pore buker bhetorta mochor dilo.
"Our sweetest songs are those that tell of saddest thoughts"
mon chhuye gelo tomar kobita...bhabishate aro lekha porar ashai roilam
bhishan bhalo legechhe tomar ei brishti namer meyetir kabita....
bristir kotha ..tar jontrona ....onoboddo..
khub sundor bhabe tule dhorecho....
Post a Comment