বাংলার বধূর প্রথম “শারদীয়া সংকলন” , বাংলার বধূ কম্যুনিটির মুকুটে আরেকটি সোনালী পালক। বাঙালীর এই প্রিয় উৎসবের সূচনায় দেবী দুর্গা যেমন উমা রূপে, সাধারন কন্যারূপে প্রতিটি ঘর আলো করেন; ঠিক তেমনই এই উৎসবের দিনে দেশ- কাল- ভেদাভেদ ভুলে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা সাধারন বাঙালী মেয়েরা তাদের ভালোবাসার আলো দিয়ে উজ্জ্বল করেছেন এই ই-পত্রিকা।
বাংলার বধূ— বুদ্ধি, শক্তি, মনন, মেধা, মমতার সমন্বয়।
5 comments:
kobitata pore mone agomoni shur beje uthlo.
khub bhalo kabita...
Priya sukanyaa,
Tomaar aagamanee kabitaaTi sahaj saral sure sei puraano Maa Durgar aabaahan, martye aagaman ebang parisheshhe bisarjan baarta pouchhe diyechho sundarbhabe. Tomaake jaanaai sharater amal mahimanbita shubhakaamanaa
bah mayer abahan er khub sundor barnana...
Tor kabita bhison sundar hoyeche re,eto dine porar somoy pelam
Post a Comment